এ কেমন তৃষ্ণার্ত হলাম
মাহফুজা আক্তার এম.এ.কে

এতো মায়া কেনো?
তোমার ওই চাহনিতে!
নয়ন সরাতে পারি না
এ আমার কি হলো!

এতো মধুর কেনো?
তোমার সুরেলা ধ্বনি!
হিয়া সরাতে পারি না
এ কেমন শ্রোতা হলাম!

এতো তৃষ্ণা কেনো?
তোমার নয়নের কোণে!
আঁখির পলক পড়ে না
এ আমার কি হলো!

এতো স্পন্দন কেনো?
নিভু পরাণের গহীনে!
প্রহর কাটাতে পারি না
এ কেমন তৃষ্ণার্ত হলাম!

০৪/১১/২৪ইং