এক পলক
মাহফুজা আক্তার এম.এ.কে

প্রভাতের শিশির ছূঁয়ে
শুধুই ভালবাসলাম
কভু পাবো না জেনেও
অদৃশ্যকে ভালবাসলাম!

কীভাবে কেটে গেলো
শীত গ্রীষ্ম ও বসন্ত,
তবুও এক পলক দেখিতে
শত যুগেও মেলেনি অন্ত!

০২/১২/২৪ইং