(উৎস্বর্গ: জলপিপাসু সেই তোমাকেই)
এখনো বাজে নগরীর চিৎকার
বাতাস তো আছে তবু নেই তার সুর
তোমার জন্য খুলে রাখা সেই দ্বার
নড়েছিল আজ, শঙ্কায় ভাংচুর।
এখনো ফোটে জোসনার ফুল বনে
এখনো আকাশ চেয়ে থাকে আনমনে
আমি বলি তাকে ফিরে যাও ফিরে যাও
কেন ডাকো নাম কাব্যের ব্যকরণে।
তুমি কি এখন আকাশ দেখো এ রাতে?
শেষ বিকেলের ছুটে আসা মেঘে আজ
দেখেছি তোমায় নীল পায়রার সাথে
তোমার ছায়ায় এ কেমন কারুকাজ!
এখনো বাজে নগরীর চিৎকার
তবু থামেনা পদ্মার শীৎকার!
২৩.০২.১৫ ইং