সে হেঁটেই চলেছে,
এই ব্যস্ত শহরের নিস্তব্ধ
রাতের আঁধারে।
সবাই ক্লান্ত,ঘুমে অচেতন।
এই নগরি আজ বড় একা,
তার রাতের সঙ্গী ধ্রুবতারায় মিটমিট
করে জ্বলবে একটু পর,তাই।
হারাবে সে আজ তার
প্রিয় পিচডালা সড়ক থেকে,
প্রিয়তমার বাতায়নের প্রিয়
ক্যাকটাস থেকে হারাবে সে আজ।
সোডিয়াম বাতির হলুদ আলোর
আমন্ত্রন,'আয় আজ আমাদের মাঝে,
আমাদের মৃদু আলোয় হাজারো সুখী
যুগলের দীর্ঘ আলাপন দেখবি আয়.....'