আমার স্বাধীনতা খুব দরকার,
কোথায় পাই বলতো?
তনুকে ধর্ষণের জন্য না,
ধর্ষকের বিচারের জন্যই স্বাধীনতা চাই।
খাদিজার রক্তের জন্য না,
তাকে অক্ষত রাখার স্বাধীনতা চাই।
মৌলবাদের জন্য না,
শান্তির জন্যই স্বাধীনতা চাই।
নাসিরনগরে হামলার জন্য না,
না প্রতিমা ভাঙার জন্য,
মাটির অবয়বগুলো রক্ষার স্বাধীনতা চাই।
ধর্মকে রক্ষার জন্য না,
একে ছড়িয়ে দেয়ার স্বাধীনতা চাই।
সাঁওতাল পল্লীতে আগুন দেয়ার জন্য না,
পোড়ার উত্তাপ থেকে বাঁচানোর স্বাধীনতা চাই।
দুর্ভিক্ষে মরার জন্য না,
দুবেলা খেয়ে বেঁচে থাকার স্বাধীনতা চাই।
অপরাধের জন্য না,
অপরাধীর শাস্তির স্বাধীনতা চাই আমি।
কে দেবে স্বাধীনতা এমন,
ভোরের প্রথম সূর্যদয়ে যেখানে
মেঘ থাকবে না?