এক টুকরো কাগজ হাতে পেয়ে
মনের আনন্দে বানিয়েছি নৌকা
ভাসিয়েছি জলে।
এক টুকরো সাদা কাগজে অনেকবার
বানিয়েছি গোলাপ,অথচ কাউকেই
দিতে পারি নি,
তুমিওযে ছিলে না পাশে।
এক টুকরো সাদা কাগজে বানিয়েছি উড়োজাহাজ
আকাশের বুকে ছুড়ে দিয়ে বিস্ময়ে দেখছি
আহা,
কি আনন্দ!
এক টুকরো কাগজে বানিয়েছি খাম,জামা
আরো কত কি,
খেলার উন্মাদনায় ভেসেছি হাজার।
ভাঁজের পর ভাঁজ দিয়ে বানিয়েছি
কত নৌকা,গোলাপ....
আমার হাতে আজ আরও এক
টুকরো কাগজ
অনেক চেষ্টা করেছি তোমাকে বানাতে,
পারিনি!
পারিনি আমার তুমিকে বানাতে
পারবোও না হয়তো কোনোদিন
তুমি যে অনন্যা....