আমি আমার চোখ ঢেকে রাখি,
কালো রোদ চশমা দিয়ে ঢেকে রাখি।
মানবতা আমার চোখে যেন না পড়ে তাই ঢেকে রাখি
সমাজের শত অন্যায় যেন না দেখি তাই ঢেকে রাখি
রাস্তার পাশে পড়ে থাকা অসহায় মানুষের করুন দৃশ্য
যাতে না দেখতে হয় তাই ঢেকে রাখি
আবর্জনার স্থুপ থেকে কুড়িয়ে পাওয়া খাবারের
নির্মম আনন্দ দেখে চোখের কোণে যেন জল হয়ে
না জমে তাই ঢেকে রাখি।
অবুঝ শিশুর ক্ষুধার্ত ক্রন্দন কালো চশমার
অন্ধকারে যেন অদৃশ্য হয়ে যায়,তাই ঢেকে রাখি।
এখন আমি কিছুই দেখি না
মানুষের দুখ,কষ্ট,বেদনা,হাহাকার কিছুই আর দেখি না।
আচ্ছা,কেউ কি আড়ালে আমায় বলে-
হে মানব,
তুমি কাপুরুষ?