হায়রে এ ধরায়
সুখের আশা করে সবে
দুঃখের ভাগে নাই
কিন্তু তা-কি হয়
সবাই সুখি হবে
সুখ, দুঃখ সমান সমান
কে কাকে নিবে
দুঃখ সুখের এই খেলাতে
সুখিরা সবাই হাসে
দুঃখীরা শুধু নয়ন নীড়ে
বুক বাসাল কেধে
দনিরা তার দৌলত দিয়ে
সুখ নিয়েছে কিনে
গরীবরা তার শ্রম দিয়ে
যে
দুঃখ কিনে আনে
তাইতো আজ
দনির ছেলে ধনি
রাজার মেয়ে রাণী
দনিরা পায় যসখ্যাতি
গরিবের মান হানি
এই ধরাতে সুখ চলে যায়
ইট পাথরের নিড়ে
দুঃখ শুধু ঠাই করে নেয়
দুঃখীর কুড়েঁ ঘড়ে।