বয়স তোমার বেশ হয়েছে
ষোল কিংবা সতের,
মনের মাঝে বইছে হাওয়া
এবার একটি প্রেম কর।

প্রেমের মজা বুঝবে না ভাই
না যদি এক প্রেম কর,
সবার চোখে ফাঁকি দিয়ে
প্রেমিকার ওই হাত দর।

ভাব তুমি গড়বে এক
বিরাট বড় তাজমহল,
দেখেনি যা পূর্বপুরুষ
গুনি জ্ঞানি লোক সকল।

দিলে দুঃখ গুরুজনকে
রাখিতে প্রেমিকার মন,
ছেড়ে দিলে ছিলো যতো
ভাই বন্ধু আত্বিয় স্বজন।

এবার তুমি শুন""

প্রেমের আরেক
নাম আছে ভাই
দুঃখ আর বেদনা
জ্ঞানি গুনি লোকের কথা
ইহা কিন্তু মিত্যা না।

আমি জানি ইহা তুমি
কবুও ভাই মানবে না,,
যখন বুঝবে তখন শুধরে
কোনো যে লাভ হবে না।

মন আছে ভাই
মনের মানুষ
একদিন তো পাবে
বিদাতার এই কঠিন বিধান
কেন না নাওনা মেনে।

মন হরশে সুখ  খুজিতে
দুঃখের বাড়ি ঘুড়
আপন জীবন বদ করিতে
তুমি নিজেই লড়।

সুখের আশায় কাটার পথে
হাট তুমি ভাই
ভাবনা যে স্বজন ছাড়া
চলা বড় দায়।

রঙ্গিন দিনের দিন গুলো যে
লাগে বড় ভালো
দিন ফোরালেই সব যে
হবে আবার কালো।

কেন তুমি ছুটছো ও ভাই
হাত ধরে তার অজানায়
ফির তুমি আমার কথায়
প্রেমের নাম যে বেদনায়।

উৎসর্গ
মোমেন সরকার।