আজ তোমাকে ভেবেই লিখছি ,
হ য ব র ল শেষ করে তুমি
এসেছো নব দিগন্তে নতুন
সূর্যের আলো নিয়ে
নতুন দিন হয়ে।
তুমি এসেছো বলে
মাঠে ঘাটে ধান পেকেছে
ফোটেছে কৃষক কৃষানীর
কষ্ট জড়ানো , ঘাম জড়ানো
সেই মলিন হাসি।
তুমি এসেছো বলে ,
বটের ছায়ায় বসবে মেলা
শিশুরা হরেক রকম জামা
পড়ে হাসতে হাসতে
ক্রমান্নয়ে চড়বে নাগর দোলায়
আর
স্বপ্ন নিয়ে বড় হবার ,
একটা মাটির ব্যাংক
কিনে ঘামঁ জড়ানো টাকা
থেকে একটাকা দুটাকা জমিয়ে
হাজার টাকার নোট বানানোর
প্রত্যাশা হবে তুমি।
তুমি এসেছো বলে ,
ঊমা দিদির সিতির সিধুর
হরিমন্ডল পরিয়ে দিল
তুমি এসেছো বলেই
শৈলজা সঙ্গীত ভূবনের
ক্ষুদে শিল্পিরা গান গাইবে
ঘড়ে ঘড়ে নবান্ন
আর একতারাতে বাজলো
নতোন কোন সুর
যা ঝরা মুছে স্নান
করালো এ ধরাকে।