হে আকাশ তুমি কি শুন না
মেঘের কান্না
আকাশ শুনবে না
আকাশ যে নিষ্টুর ।

হে মাটি তুমি কি শুননা
অনাথ শিশুর আর্থনাদ
কি করে শুনবে
মাটি ও যে নিষ্টুর

হে বিপ্লবি অস্ত্র তুমি কি শুননা
ছেলে হারা মায়ের কান্না
সাধ্য থাকলে তো
অস্ত্র যে দস্যুর হাতে

"কেন কেন বৃথা যাবে
মেঘ,শিশু হারা মা, অনাথ শিশুটির
মর্মীপিড়ার আর্থনাদ
কেন বাংলার লাল সূর্য কি
বাংলার বুকে আবার উদয় হয়নি
গাছের ডাল ফেরে
সবুজ পাতা কি গজিয়ে উঠেনি
পাথর ঢেরে ঘাস কি
মাথা উচুু করে দাড়ায় নি
ওই অত্যাচারি দস্যুদের বিরুদ্ধে
অস্ত্র তুলে ধরেনি।

আমার সব কথার  উত্তর
একটাই  -   হ্যা
তাহলে কেন আজ
অনাথ শিশুটিকে
অবহেলার দৃষ্টিতে দেখা হয়
এই অনাথ শিশুটি কি
বাংলার মাঝি বিহিন নৌকার
মাঝি হতে পারে না
শ্রোতের বিপরিতে
সাতরাতে পারবে না
হিংস্রদের বিরুদ্ধে সিংহের মতো
হুংকার দিতে পারবে না

আমার সব কথার জবাব
   একটাই  -  হে

তাহলে কেন অনাথ শিশুটিকে
অবহেলা করা হয়
কেন তাকে বর্তমানের সাথে
তাল  মিলিয়ে চলতে দেয়া হয় না
এই বুজি জাতির পিতার
অনাথ শিশুর প্রতি রেখে যাওয়া
   দায়িত্ব  ,   কর্তব্য

ভুল ভুল সবি ভুল

হে  বাংলার মানুষ শুন
হে ধনির দুলাল বিত্তবান শুন
আমি তিব্র কন্ঠে উচ্চ স্বরে বলছি
এশ্বর্যের আবিজাত্যে ডোবে গিয়ে
ওই অনাথ শিশুর মমীপিড়ার আর্থনাদ শুন না
তোমার শুন না।

উসর্গ
সুমন রাজ সুমন