আমার গায়ের সকল মানুষ
তাকে কুড়ে ঘড়ে
রাখাল রাজা শিমুল তলায়
বাজায় বাশিঁ সুরে।
গ্রাম থেকে হায় চাই যতদূর
দেখি সবুজ বন
দেখিয়া ওই ধানের আগুন
জুরায় চাষার মন
রোজ সকালে ফুল ফুটে আর
মোরগ মামা ডাকে
সাজের বেলায় ঝোপের ধারে
শিয়াল মামা হাকে
নদীর ঘাটে স্মান করাতো
নিত্য দিনের কাজ
মাঠ থেকে যে ফিরি না হায়
না হইলে সাজ।