আমি তো তোমাকেই
অন্তরের অন্তস্থল থেকে
ভালোবাসার কুটিরে
সাজিয়ে রেখে ছিলাম মা ।
তাহলে কেন এলো,
বুলেটের ঝড়
সবুজের বুকে লাল
তোমার নিধন
চারি দিকে হাহাকার ।
এ কেমন ভালোবাসা মা
যে হাতে কলম ছিল
সে হাতে অস্ত্র
যে বুকে স্বপ্ন ছিল
সে বুক গুলি বিদ্ধ
মা ভালোবাসলে কী
যুদ্ধ করতে হয়
কই আগে তো শুনিনি
শুনিনি মেশিন গানের
ঘ্যাও ঘ্যাও শব্দ
কুকুরের ঘেউ ঘ্যাউ
কেন মা ওরা কি বাংলা
বলতে পারে না
কেন ওরা মা
বাংলার রাখাল রাজার
লালিত পালিত গরুর
দুধ দহন করতো
কেন ওরা মা
বাংলায় উদিত সূর্যকে
কালো মেঘে
ডেকে দিতো
লক্ষ প্রানের বিনিময়ে
পাওয়া এ স্বাধীনতা
বল মা কেন প্রান দিতে হয়
এ কেমন ভালোবাসা