তুমি আমার কবিতা হও।
না না, ছড়া নয়, গল্প নয়,
গদ্য কিংবা প্রবন্ধও নয় ।
সুন্দর একটা কবিতা হও।
তোমার সুরমা আঁকা চোখ দুটো
আমার কবিতার শিরোনাম হোক।
চন্দ্র বাঁকা কাজল মাখা ভ্রুকুটি
তার রূপের অলংকার হোক ।
তোমার জোৎস্নার মতো উজ্জ্বল কপাল
হবে আমার প্রথম সুখের ছন্দমালা।
ঝর্নার ধারার ন্যায় বয়ে চলা
বাঁকা চুলের রাশি হবে তার কথামালা ।
তোমার গোলাপের ন্যায় অধর দুটি
উপমা হোক আমার কবিতায় ।
তোমার লাল টুকটুকে ঠোঁট
রসদ হোক তার ছন্দমালায় ।