দ্বারে করা নাড়ে আজি
ফাগুন বিকেল বেলা,
তোমার জন্য এনেছি দেখো
কামিনী ফুলের মালা ।

আর এনেছি কলমি, জবা,
হলুদ গাদার সারি,
এসো গো দেখি কেমন সাজে
খোঁপাতে তোমারি ।

খোঁপার বাঁধন খুলেছ কেন
করেছ একি ভুল,
এমন এলোমেলো কেশে
কেমনে পরিবে ফুল ।

বাঁধবে বেনী? ত্বরা কর তবে
ফুল যে শুকায়ে যায়,
কেশে জড়ানোর আশে তারা
ডালায় গড়াগড়ি খায় ।

বাহ্! মানিয়েছে তো বেশ,
এবার ছড়ায়ে তোমার বেনী
বসো আমার সামনে তুমি
মোড়াটা কাছে আনি ।

একি, কাঁদছো তুমি ?
জল কেন তবে চোখে,
আমারও চোখে জল এসে গেল
ও সুখের অশ্রু দেখে ।