এক টুকরো সুখের জন্য আমি কেন এত মরিয়া?
অথচ অনেক সুখ দিয়েছ তুমি আমাকে ।
যা আমি আর কোথাও পাইনি,
পাবোও না কোথাও জানি ।
তবুও মন কেন মানে না ?
আরও একটু কাছে এলে, আর একটু ভালবাসলে,
আরও কিছু সময় পাশে বসলে,
নীরবে কিছু ক্ষণ চেয়ে থাকলে,
খুব বেশী ক্ষতি হত তোমার ?
জানি তোমার তাড়া ছিল,
জোর করিনি, করবও না কখনও ।
কিছু সময় চেয়েছিলাম মাত্র
তোমার মূল্যবান সময় থেকে ।
কিছু মুহুর্ত চেয়েছিলাম,
ভালবাসায় ভরা কিছু মুহুর্ত,
যা আমাদের সামনের চলার পথের
সুখ স্মৃতি হয়ে থাকবে ।
আমি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন
আমার পাশে বসে থাকতে বলিনি ।
কিছু মুহুর্ত চেয়েছিলাম শুধু
তোমার মূল্যবান জীবন থেকে ।
আমার কাছে হয়ত দস্যুতাই প্রত্যাশা করেছ,
ভালবাসার আবেদন শোননি ।
আমার লাল চোখই দেখেছ শুধু,
তাতে তোমায় নিয়ে আঁকা স্বপ্ন দেখনি ।
দস্যুতা নয়, ভালবাসা এনেছিলাম,
দেখনি তার আবেদন ।
আমার ভেতরের পশুর গলা চেপে ধরে
এসেছিলাম তোমার কাছে,
শোননি তার চাপা কান্না ।
কি এমন ক্ষতি হত,
কিছু সময়ের জন্য দুটি মন মিশে গেলে ?
কি এমন ক্ষতি হত,
আমার মরুভূমি সম বুক
তোমার বুকের উষ্ণতা পেলে ?
একবার ভরসা করতে,
দেখতে আমার ভালবাসা ।
কিছু সময় মাথা রাখতে বুকে,
শুনতে প্রেমের রাগিণী ।
ভালবাসা নিয়ে এসেছিলাম, কামনা নয় ।
ভালবাসার বিনিময় করতে চেয়েছিলাম
ভালবাসা দিয়ে ।
জীবনকে কবিতার মতই ছন্দময় ভেবেছিলাম ।