ক্লান্ত, সুশূপ্ত, নিশীথ নগরী
গভীর ঘুমে আচ্ছাদিত হয়ে পাশ ফেরা,
মাঝে মাঝে দু একটি দূরপাল্লার যানের
রাজপথের রাজত্ব নিয়ে পরপর
অযাচিতভাবে চিৎকার চেচামেচি।
এই পথ ধরেই প্রতিদিনের পথচলা
তোমার, আমার এবং আমাদের।
মাথার উপর নিবীর কালো সামিয়ানা
রিক্সার হুডের মত আড়াল করেছে
আমাদের দেব চক্ষুর কঠোর দৃষ্টি হতে।
সূর্য্যকে খানিক আগে মসনদোচ্যুত হতে হলো,
অপরিমেয় মিটমিটে মন্ত্রীবর্গ নিয়ে
চাঁদ সে আসন অলংকৃত করে রেখেছে
তার জোৎস্না দিয়ে।
এ স্বল্পোজ্জল মন্ত্রীসভার দিকেই
প্রতি রাতের চেয়ে থাকা,
তোমার, আমার এবং আমাদের।
এ পথ চলা অন্তহীন,
এ চেয়ে থাকা চিরন্তন।