এসো মায়াবিনী,
এই মাতাল কবির সাথে ঝর্ণা জলে স্নান করবে এসো ।
তার কষ্টের আগুনে দগ্ধ দেহে এঁকে দাও
তোমার লোমকুপে জমে থাকা
ফোঁটা ফোঁটা শীতল জলের নিখুঁত ছবি ।
শত শত রক্তচক্ষুর দৃষ্টি বানে জর্জরিত কবিকে তুমি
আড়াল কর তোমার নিরাপদ দূর্গে শাড়ীর আঁচল দিয়ে।
বন্ধুর পথ চলতে চলতে ক্লান্ত কবিকে শান্ত কর
তোমার মিষ্টি ঠোঁটের সুমধুর চুম্বন দিয়ে ।
তার উত্তপ্ত নেশায় জলতে থাকা চোখে,
দাহকালের চুম্বন প্রত্যাশে থর থর কাঁপতে থাকা মুখে,
প্রেয়সীর প্রেম শূন্যতায় ভুগতে থাকা মরুভুমি সম বুকে
ছড়িয়ে দাও তোমার উষ্ণ ভারী নিঃশ্বাস ।
তাকে আবার জীবন ভরে বাঁচতে শেখাও,
তোমার মত করে ।
সবাই দেখুক এক মায়াবিনীর যাদুর পরশে
কিভাবে এক মাতাল কবি সম্বিত ফিরে পায়,
বাঁচে আবার নতুন করে ।