একবার হাতে হাত রাখো,
পাবে নীলচে সবুজ কোমল সুখ।
এতকাল যার প্রতীক্ষায় কাটিয়েছ
তোমার সোনালী বিকেল গুলো।
একবার চোখে চোখ রাখো,
পাবে হাজারো রঙের স্বপ্ন ।
যে স্বপ্নের কথা ভেবে ভেবে
নির্ঘুম কেটেছে তোমার হাজারো রাত।
একবার হাত রাখো কাঁধে,
শূন্য কাঁধে পাবে তোমার অস্তিত্ব।
যে কাঁধে তোমার নির্ভার মাথা রেখে
বহুদূর পথ পাড়ি দেবে বলে ঘরে বসে
কাটিয়েছ তোমার এতটা জীবন ।
একবার নিঃশ্বাস রাখো এই বুকে,
পাবে বুক ভরা অবিচল আত্মবিশ্বাস।
যার আশার আলোয় পথ চলতে চলতে
দ্রোহ-প্রেমের সীমান্তে এসে দাঁড়িয়েছ।
আর একবার চেয়ে দেখো আমায়,
পাবে হৃদয় প্রশান্ত করা ভালবাসা।
যার অপেক্ষায় পথ চেয়ে চেয়ে আজও
পলকহীন তাকিয়ে তোমার উচাটন মন।
একবার এসে দেখ আমার কাছে,
পাবে সকল বিপদে মহান সৃষ্টিকর্তার
দেয়া শ্রেষ্ঠ নিরাপদ আশ্রয়।
যার শূন্যতা তুমি অনুভব করে এসেছে
তোমার এতটা জীবন ভর।