কাঁদতে কাঁদতে তোমার চোখের জলে
যেদিন নোনা সাগর হবে। সদর দরজায়
প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে
তোমার পায়ের নীচে সবুজ ঘাস
যেদিন সাদা হবে।
সেদিন তুমি পাবে, সুধা।
সেদিন আমায় পাবে।
দুর পথ পানে চেয়ে চেয়ে তোমার
সুতীক্ষ্ণ দৃষ্টির চকচকে নিটল চোখ
যেদিন ঘোলাটে হবে। হঠাৎ মাঝরাতে
'এই ওঠো আ মি' ডাকে ঘুম ভাঙ্গতে
ভাঙ্গতে তোমার চোখ, চিরতরে
যেদিন নির্ঘুম হবে।
সেদিন তুমি পাবে, সুধা।
সেদিন আমায় পাবে।
আমার ঠোঁটের মিলন প্রতীক্ষায় থেকে
থেকে তোমার গোলাপ রাঙা ঠোঁট দুটো
যেদিন ফ্যাকাশে হবে। আমার ঘর্মাক্ত
দেহের ঘ্রাণ না পেয়ে তোমার নাক
সকল সুগন্ধী হতে যেদিন বঞ্চিত হবে।
সেদিন তুমি পাবে, সুধা।
সেদিন আমায় পাবে।
আমার দুঃশ্চিন্তায় কাতর হয়ে উপবাস
করতে করতে সুশ্রী তনুর সুঠৌল তুমি
যেদিন শীর্ণকায় হবে। আমার অপেক্ষায়
রাত জেগে জেগে তোমার গোলাবী রূপ
যেদিন কালি-মলিন হবে।
সেদিন তুমি পাবে, সুধা।
সেদিন আমায় পাবে।
প্রখর দুপুরে উত্তপ্ত রাজপথে ঘুরতে ঘুরতে
তোমার পা যেদিন অচল-অসার হবে।
রাস্তার পসারী, ভিক্ষুক, মুচির কাছে
নাম যপতে যপতে এমন কি
শহুরে সকল কাকের মুখে মুখে
যেদিন আমার নাম হবে।
সেদিন তুমি পাবে, সুধা।
সেদিন আমায় পাবে।
একটি লাল গোলাপের অপেক্ষায় থেকে
থেকে অবহেলায়-অযত্নে তোমার সুবিন্যস্ত
মায়াবী কালো চুল যেদিন ধুসর জটায়
ছেঁঁয়ে যাবে। আমার ঠোঁট নিঃসৃত অদৃশ্য
টিপের প্রতীক্ষায় থাকতে থাকতে তোমার
পুর্ণিমাময় চাঁদের কপালে যেদিন
অমাবস্যার কালো আঁধার বাসা বাঁধবে।
সেদিন তুমি পাবে, সুধা।
সেদিন আমায় পাবে।