শীত পিঠা
মোঃ মেহেদী হাসান
শীতের দিনে নানা বাড়ির খেজুর গাছের রসের হরেক রকম পিঠার ধুম,
মামির হাতের খেজুর রসে চিতুই পিঠা খাবার জন্য আমি দিয়েছি আড়ি।
ছোট বোনটি কান্না করে মামার কাছে দিলো নালিশ, আমি বলি মামির হাতের খেজুর রসে চকিপিঠা খাবো।
নানা ও নানী বলেন আমরা দুই জনে শীতের দিনে, সাজ সকালে গরম গরম ভাপাপিঠা খাবো।
এই নিয়েই মামির সাথে সবাই দিয়েছে আড়ি মামি, বলে শীতের দিনে এদের জালায় আমি মড়ি।
সবাই একটু ধৈরজ ধরো আমি বলি সবাই মিলে মিশে খেজুর রসের পায়েস খাবো তাই শুনে আমরা সবাই মুচকি হাসি।