মা আমি যুদ্ধে যাবো
মোঃ মেহেদী হাসান
মা তুমি আমায় দাও,
সাজিয়ে আমি যুদ্ধে যাবো।
এ-ই সোনার বাংলাদেশটাকে পাকিস্তানি,
হানাদার বাহিনী হাত থেকে রক্ষা করব।
জলদি দাও মা জলদি দাও তুমি, আনার অস্রটা হাতে তুলে দাও।
আমি এ-ই অস্র দ্বারা পাকিস্তানি, হানাদার বাহিনীদের বুক ঝাঁজরা করে দিব।
কারণ ওরা আমার নিরীহ বাবার প্রাণ নিয়েছে,
ওরা আমার বোনের ইজ্জত নষ্ট করেছে।
মা আমি আর সইতে পারছি না
সেই দিন দেখলুম,
রাস্তা ঘাটে পড়ে রয়েছে নিরীহ মানুষের লাশ।
পাকিস্তানি হানাদার বাহিনীর আস্তানায়,
অসহায় নারী ও কিশোরীদের তুলে নিয়ে গেছে।
তাদের গন ভাবে ইজ্জত নষ্ট করবে বলে আমি জলদি,
চলে যাবো পাকিস্তানি হানাদার বাহিনীর আস্তানায়।
আমি আমার মা ও বোনের, ইজ্জত রক্ষা করবো বলে।
মা তুমি আমার হাসি মুখে বিদায়,
করে দাও আমি যুদ্ধে যাবো।