তোরা আমাকে একটি পিস্তল দে
মোঃ মেহেদী হাসান

আজ মিছিলের সামনে সামনে একটি সাত থেকে আট বছরের একটি,
শিশু বলতে শুনি হে রাজাকারের দল এই বাংলাদেশ ছাড়বি কী না বল?
তোদের অত্যাচার নির্যাতন জুলুম সয়না আর প্রাণে
তোরা,
পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে করেছো দুর্নীতি।
তোরা পাকিস্তানিদের পা চাটা দালাল তোদের,
এই সোনার বাংলাদেশে নেই কোন স্থান।
পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কেড়ে নিচ্ছিস,
আমাদের টাকা ও পয়সা জমিজমা আরো কতো কিছু।
পাকিস্তানিদের সেই বড় বড় পণ্ডিত দের রুমে,
সুন্দরী মেয়ের তুলে নিয়ে ইজ্জত নষ্ট কড়াও।
তোরা কি মানুষ না অমানুষ তোরা পশুর চেয়ে নিকৃষ্ট,
কারণ তোরা মানুষদের খাবার দাবার এবং পোশাক নিচ্ছিস কেড়ে।
পাকিস্তানিদের দুই চার আনা পয়সা বিনিময় তোরা,
সোনার বাংলাদেশকে বিক্রয় করার স্বপ্ন দেখ।
এই সোনার বাংলাদেশকে রক্ষা করা আমার দায়িত্ব এবং,
কর্তব্য আমি ছোট মানুষ বলে নেই হাতে পিস্তল।
আমার হাতে পিস্তল থাকলে এক এক করে,
সব রাজাকার গুলো তুলে এনে গুলি করে হত্যা করতাম।