যুদ্ধ শুরু
মোঃ মেহেদী হাসান
হে আমার বাছাধন তুই কি ঘুমিয়ে থাকবি দুটি,
চোখ মেলে চেয়ে দেখ শুরু হয়ে গেছে তুমুল যুদ্ধ।
শিশু কিশোর তরুণ তরুণী যুবক যুবতি বৃদ্ধা থেকে, শুরু করে সবাই জার যা অশ্রছিলো তাই নিয়ে যুদ্ধে গেছে।
তুইও ঘুম থেকে উঠে যুদ্ধে চলেজা আমি অসুস্থ বলে যুদ্ধে,
যেতে পারলাম না তার জন্য আমি দেশ মায়ের কাছে লজ্জিত।
তুইও যদি যুদ্ধে না যাও তাহলে আমি আরও হবো এই, সমাজের মানুষের নিকট লজ্জিত এবং হ্যাও পূর্ণ।
দেখ বাছাধন ওই পাকিস্তানি মানুষ তোর বাবার প্রান নিয়েছে,
তোর বোনের ইজ্জৎ নষ্ট করেছে তার প্রর্তিশোধ নিবিনা।
আমার বারান্দা রাখা ধারালো তলোয়ার নিয়ে যুদ্ধে চলে যা আমি তোর জন্য সব সময়,
দোওয়া করবো তুই দেশ স্বাধীন হওয়ার পর যেন আমার কোলে ফিরে আসতে পারো।