লালসার শিকার
মোঃ মেহেদী হাসান
আমি একজন শিক্ষিত নারী একদিন,
আমি এই সমাজে গর্ভিত লোক ছিলাম।
হঠাৎ একটি দূর ঘটনা আমার মাথা অসচেতন,
হয়ে যায় আমি এখন রাস্তার পাগল।
আমি নিজের ভালো মন্ধ কিছুই আমি বুজিনা,
এবং আমার পরনে থাকেনা কাপড় চোপড়।
তাই মানুষ রূপি কিছু জানোয়ার আমার নগ্ন,
দেহর দিকে ঢেব ঢেব করে চেয়ে থাকে।
তাই দেখে কিছু মানুষ আমাকে কাপড় চোপড়,
পরিয়েদেয় আমি পাগল তবুও আমি নিরাপদ নই।
রাতের আমি যেখানে সেখানে ঘুমিয়ে থাকি কারণ,
আমি একজন পাগল আমার কোন ঘরবাড়ি নেই।
তাই আমার দেহ ভোগ করার জন্য কিছু মানুষ রূপি,
জানোয়ার শুজক বিছরায় এবং কেহ আমার দেহ ভোগ করে।
মানুষ রূপি জানোয়ারদের যৌন চাহিদা মেটানোর,
খোরাক হয়েগেছি আমি পাগল হয়েও রেহাই পেলাম না।
আজ আমার পেটে মানুষ রূপি জানোয়ার এর বাচ্চা সৃষ্টি হয়েছে,
আমি মা হতে চলেছি কিন্ত কেউ বাবা হতে চাচ্ছে না।
হঠাৎ একদিন আমার বাচ্চা ডেলি ভারি হলো রাস্তার পাশে,
আমি অসুস্থ হয়ে পরে রইয়েছি কেউ আমার খবর নিচ্ছে না।
আমার সন্তানের নাভি না কাটার জন্তনা ছটফট করতে করতে এক,
পর্যায় মারা গেলো কেউ তার লাশটি দাপন করতে আসেনি।
আমি আজ খোদার কাছে কান্না করে বললাম খোদা মোড়ে এই নিরমাম,
পরিস্থিতি কেন করলেন তুমি আমার জীবনটাকে কেড়ে নিয়েজাও।