কৃপণ ব্যাক্তি

মোঃ মেহদী হাসান

আমি একজন ক্ষুদ্রার্থ অনাথ শিশু,
তোমরা কেন দিচ্ছ না আমাকে খাদ্য।
হে পৃথিবীর সকল ধনী কৃপণ ব্যাক্তি তোমাদের,
এতো ধন সম্পদ আটকে রেখে কী লাভ হবে।
এই ধন সম্পদ একদিন অভিশাপ,
হয়ে তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে।
ধন সম্পদ তোমাকে জাহান্নমের দিকে নিয়ে জাবে।
এই কথা তুমি কোন দিন শুনো নাই।
হে কৃপণ ধনী ব্যাক্তি নিজেকে,
তুমি ধনী মনে করে হিংসা করোনা।
এই কারণে তুমি সমাজে হবে লাঞ্ছিত,
বঞ্চিত।