বসন্ত কাল
মোঃ মেহেদী হাসান
বসন্ত কালে গাছের ডালে ডালে ধারছে নতুন নতুন পাতা ও ফুল,
ফুটছে লাল নিল হলুদ রঙ্গ সহ বিভিন্ন রঙ্গের ফুল।
মৌমাছি মৌ নেয় ফুল থেকে অতিথি পাখি এসে করে, গাছের ডালে বসে হরেক রকম কন্ঠে ডাকা ডাকি।
মাঠের চারিদিক যেন সবুজ শ্যমল ফুটে রয়েছে,
কতো ধরনের ফুল ও ধরছে গাছের ডালে ফল।
খোকা খুকি ছিরছে ফুল ও ফল মনের আনন্দে,
গাইছে তারা শুরে শুরে বসন্ত কালের গান।