কাঁপছি শীতে
মোঃ মেহেদী হাসান
কাঁপছে শীতে তরুণ তরুণী
কাঁপছে শীতে পশুপাখি।
তীব্র শীতে কাঁপছে দেখো
নোনাপানির মাছও!
মাঘ মাসের শীতের তীব্রতা
কাঁপছে বনের বাঘ ও বাঘিনী।
তীব্র শীতে কাঁপছি আমি কাঁপছো তুমি এসো আমরা দুই জনে মিলে মিশে কাঁথা মুড়ো দিয়ে পুন্নি বলি।
মাঘের শীতের তীব্রতা কাঁপছে সবাই কাঁপছো তুমি এসো সকাল বেলার রোধ পোহাব সবাই মিলেমিশে।
কাঁপাকাঁপির কথা শুনে কাঁপছো কি ভাই
তুমিও লাগলে কাঁপন শীতের রাতে লেপ কাঁথাটি চুমিও।