শহীদ
মোঃ মেহেদী হাসান

মাগো তুমি আর কাঁদিয়ো না,
তোমার ছেলে আর বাড়িতে ফিরবে না।
ওই পাকিস্তানিদের গুলির আঘাত ,
গেছে মোর প্রাণ চলি।
আমি দেশ রক্ষার্থে যুদ্ধে গিয়ে হয়েছি শহীদ,
তুমি মাগো মোরে করিও ক্ষমা।
কতো স্বপ্ন ছিলো মোর মনে সব স্বপ্ন  মোর বৃথা গেলো তার পরেও,
মনে মোর শান্তি কারন দেশ রক্ষার্থে মোর প্রাণ গেছে চলি।
এই দেশে পাকিস্তানি গণ কী নির্মম ভাবে দীর্ঘ বছর ধরে করছে,
মোদের উপরে অত্যাচার নির্যাতন ও জুলুম।
আজ যদি আমার মতো শত শত যুবকের জীবনের বিনিময়,
এই বাংলাদেশ স্বাধীন হয় তাহলে মোরা ধন্য।
মনে শান্তি  পাবো জীবনের বিনিময় হলেও এই দেশের, মানুষদের মুক্তি করতে পেরেছি  পাকিস্তানিদের হাত থেকে।
রচনাকালঃ তারিখঃ ২০/০৫/২০২২ ইং।