রমজান মাস
মোঃ মেহেদী হাসান
এসেছে হেসে খেলে রমজান মাস,
বড়ন করে নিচ্ছে মুসলিম ভাই- বোন।
হে আমার প্রভু দয়াময় রমজানের রোজার,
উচিলায় মোদের মাপ করে দাও।
বছরে আসে একবার রমজান মাস এই মাসে,
বেশি বেশি তোমার নাম জপে মুসলিম ভাই-বোন।
দীর্ঘ একটি মাস উপোষ থেকে,
পালন করে সবাই রমজানের রোজা।
ইফতারি সময় মুসলিম ভাই-বোন,
হয় আনন্দে আত্মহারা।
ইফতারি শেষে সাড়া টি দিন উপোষ থাকার,
কষ্ট যায় তাঁরা ভুলে।
একটি মাস রমজানের রোজা শেষে,
আসে খুশির ইদ মোবারক।
ধনীব্যক্তি ও গরিব ব্যক্তি মিলেমিশে,
এক সাথে করে ইদের সালাত আদায়।
নামাজ শেষে ধনীব্যক্তি ও গরিব ব্যক্তি,
মিলেমিশে করে কোলাকুলি।
ছোট - বড় সবাই মিলেমিশে দলবদ্ধ,
ভাবে মিষ্টি খেতে যায় সবার বাড়ি।