পবিত্র ঈদুল আজহা
মোঃমেহেদী হাসান
পবিত্র ঈদুল আজহার দিনে সকল মুসলমান, মিলেমিশে করি ঈদুল আজহার সালাত আদায়।
ধনীব্যক্তি আর গরিব ব্যাক্তি নয় সবাই মিলেমিশে, করি কোলাকুলি হিংশা ঘৃণা যায় মন থেকে চলি।
মসজিদের ঈমাম সাহেব আল্লাহু আঁকবার ধনি, বাজিয়ে দেয় গরু ছাগল মহিষ ইত্যাদি জবাই।
শুরু হয়ে যায় কুরবানি শিশু কিশোর বৃদ্ধা থেকে,
শুরু করে সবাই হয় আনন্দিত গর্ভিত ও উতফুল্ল।
পশু কুরবানি শেষে শুরু হয় ভাগ বণ্টন এর পালা ধনীব্যাক্তি গরিব ব্যাক্তি,
কে ডেকে এনে হাতে দেয় গোস্ত তুলে হয় তারা আনন্দিত।
গরিব ব্যাক্তি বছরে একবার পেট ভরে খায় গোস্ত খেয়ে আল্লাহর নিকট দোয়া করে,
যে ব্যাক্তি মোরে পেট ভরে খাওয়ালেন গোস্ত ওরে ভালো রেখ।
পবিত্র ঈদুল আজহার কুরবানি জন্য ধনীব্যাক্তি ও গরিব ব্যাক্তি মধ্যে হয়,
ভালোবাসার বন্ধন এবং আত্মীয় সজন এর মধ্যে হয় ভালোবাসার বন্ধন।