পাকিস্তানির দল বাংলাদেশ ছারবি কি না বল
মোঃ মেহেদী হাসান
পাকিস্তানির দল এই বাঙালি জাতি গুলোকে,
আর করবি কতো দিন নির্জতন জুলুম ও অত্যাচার।
তোদের পালানোর সময় ঘনিয়ে এসেছে আমাদের দেশের,
নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছে।
আমরা শেখ মুজিবুর রহমানের কথা অক্ষরে অক্ষরে পালন,
করি এবং তার আদেশ মেনে চলি কারন তিনি বাঙালির জাতির স্রষ্ট নেতা।
আজ থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে তোদের কামান বুলেট আছে,
আমাদের নেই তার জন্য যুদ্ধ করা বাদ দিয়ে দিব।
আরে বোকা পাকিস্তানি আমাদের মনে বল ও শক্তি, তেজ আছে আমরা বাংলাদেশের বাঙালি জাতি ভয় পাই না।
তোদের সাথে আমরা সামান্য লাঠি ঝাঁটা নিয়ে নেমে, তোদের সাথে যুদ্ধ করবো এতেই তোরা পরাজিত হবি ইনশাআল্লাহ।
তারা তাড়ি বাংলাদেশ থেকে পালানোর রাস্তা খোজ, তোদের অনেক নির্জতন জুলুম ও অত্যাচার সজ্জ করেছি আর না।
তোরা আমাদের লেখা পড়া করতে দেওনি বানিয়ে রেখেছিস,
গন্ড মুরুখ্য তোরা নিজেদের সন্তান কে লেখা পড়া করিয়ে মানুষ করেছো।
বড় বড় চাকুরী দিয়ে অফিস আদালত ভরে রেখেছো আজ আমরা,
বাঙালি জাতি অফিস আদালতে গেলে হয়রানির শিকার হই।
অনেক সজ্জ করেছি আর না এবার তোদের দেশ ছারা করবো তোদের কামান বুলেট এর,
আগাতে আমাদের জীবন দিতে হয় দিব তবুও যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ।