পাগল নই
মোঃ মেহেদী হাসান
১৭/০৬/২০২২ইং
বৃষ্টি পড়ে টিনের চলে
ঝুম ঝুম আওয়াজ করে।
প্রবল বাতাসে শো শো করে
যাচ্ছে মোনটা জুড়িয়ে।
তাই নিয়ে লিখবো আমি কতো
কবিতা গল্পের ছন্দ গুলি।
পরছি আমি ফিসফিস করে লিখছি
আমি খাতাতে তাই দেখে লোকে আমাকে।
সব সময় আমাকে পাগল বলে কিন্তু
আমি জানি আমি পাগল নই।
কবিতা গল্পের ছন্দ খোজার চেষ্টা
হাঁটছি আমি একা একা রাস্তাতে।
তাই দেখে লোকে আমার গায়ে
কতো ইট পাথর ছুরে মারে।
এই কথা আমি কারে বলি
আমি যে পাগল নই।
লেখার স্থানঃ আমতলী এ কে হাই ইস্কুল
( আমতলী, বরগুনা)