শীতের দিন


মোঃ মেহেদী হাসান

শীতের দিনে জামা  কাপড় ছাড়া ঘুরছি আমি,
দিনে রাতে শিতের উস্মতা যাচ্ছে চামড়া ফেটে।
আমি অনাত শিশু নেই মা-বাবা দুনিয়াতে কে কীনে দিবে,
আমায় শিতের পোশাক তাই মরছি শীতের উস্মতা।
যে দিকে তাকাই সাবাই আমাকে নিয়ে করে তামাশা,
মানুষের পুরাতন পোশাক চাই আমি বার বার।
কেউ দেয় কেউ দেয় না শীতের তিব্রতা যাচ্ছে,
বেড়ে আমি তো আর পারছিনা শীত সইতে।
কে আছো ভাই মোর মতো অনাত কে একটি নতুন জামা,
কাপড় কীনে দিবে মনে বড় সখ নতুন জামা কাপর পড়তে।
তোদের কে খোদা দিয়েছে ধন দৌলত মোরে কেউ, কিছু টাকা পয়শা দেয় আমি মনের চাহিদা মেটাই।
শহারের ওলি গলিতে মোরা কতো আছি অনাত শিশু পেটের,
ক্ষুধা মড়ি তোরা দেয় আমাদেকে খাদ্য দ্রব্য কীনে ।
মোরা এই দেশের নাগরিক মোদের অধিকার আছে, কিন্তু তোদের মতো কীছু বড় লোকের জন্য নাহি কীছু পাই।
সরকার অথবা কতো কম্পানি অনাত শিশুদের জন্য, নিয়ে আসে জামা কাপড় ও খাদ্য দ্রব্য তা তোরা করো লুটপাট।
তাই মোরা নাহি পাই কীছু বড় লোক মধ্যে দুই এক,
জন এসে কিছু অনাথ শিশুদের জামা কাপড় ও খাদ্য দ্রব্য দিয়ে তুলে ছবি।
সে হয় ভাইরাল এদিকে মোরা অনাত শিশু আছি, যারা নাহি কীছু পাই  মোদের দুঃখ কষ্ট কে বুঝে ভাই।