প্রকৃতি

মোঃ মেহেদী হাসান

সকাল বেলা উঠে আমি প্রকৃতি দেখি কী সুন্দর ও, অপূর্ব তাই দেখে মনটি আমার শীতল  হয়ে যায়।
গাছে গাছে ফুটে রয়েছে ফুল দেখতে খুবি সুন্দর  ফুলেরগন্ধে,
আমি মুগ্ধ হয়ে যাই এবং মৌমাছি মধূ সংরক্ষন করছে।
গাছের ডালে ডালে দোল খেয়ে বেড়ায় নানা রকমের, পাখি এবং করে তাঁরা মধূর শুরে  ডাকা ডাকি।
সকাল বেলায় মাঠে মাঠে কৃষক কৃষাণি ফালাচ্ছে কতো ধরনে,
বৃক্ষর আটি এবং করছে পরিচালনা নিয়োমিত।
নদ  নদী ও সমুদ্রজলে জেলে ভাই ধরে মাছ নৌকা,
ও ভেলায় করে এবং পানকৌড়ি টুপুরটুপুর করে।