আমাদের গ্রাম
মোঃ মেহেদী হাসান
আমাদের গ্রাম খানি ছবির মতো
সুন্দর আছে আঁকা বাকা কতো রাস্তা ঘাট।
রাস্তার দুই পাশে আছে কতো সারি সারি
তাল গাছ বাসা বেধেছে বাবুই পাখি।
গ্রাম এর ঘর গুলি গোল পাতা খর
কুটো বাঁশের খুটি দিয়ে তৈরি।
নদী নালা খাল বিল ও ছোট ছোট ডোবা আছে
লাল নীল সবুজ রংঙ্গের শাপলা ফুল ফুটে।
পৌষ ও মাঘ মাসে প্রচণ্ড শিতের কাঁপনিতে গ্রামে
পরে খেজুর রসের পায়েস ও পিঠা খাওয়ার পাল্লা।
গ্রামের প্রতেকটি বাড়িতে আছে কাচারি ঘর সেই খানে দক্ষিণ দিকদিয়ে আসে,
প্রচণ্ড বাতাস মানুষ জন মিলেমিশে করে হয়লা গান জারিগান লালন সংগীত ইত্যাদি গায়।
গ্রামের সকল মানুষ থাকে দলবদ্ধ ভাবে কোন বিপদ, আসিলে কাছে তার প্রতিবাদ করে একজোটে।
গ্রামের ছবি খানি দেখলে জুড়িয়ে যায় সবার প্রাণ মাঠের,
চারিদিক তাকালে সবুজ আর সবুজ ফসল ভরা।