আমার ঘর
মোঃ মেহদী হাসান
বাংলাদেশে জন্ম আমার
বরগুনা জেলায় বসবাস।
আমতলী উপজেলা ঘর
বন্ধু তোমরা আস বারবার!
আমার গাঁয়ের রূপ সৌন্দর্য
দেখে পাগল করবে তোমার মোন।
তাঁর পাশ দিয়েই বয়ে গেছে
পায়রা নদী ভাই।
পায়রা নদীর মাঝি জেলের কন্ঠে গান
শুনে জুড়ায় ইবে তোমাদের প্রান।
দুধারে দুই কাশবনতে
সাদা মেঘের ভেলা।
আমার গাঁয়ের বিদ্যালয় গুলোর পরিবেশ
অনেক সুন্দর আছে খেলার মাঠ।
বিদ্যালয় এর আঙ্গিনা পাশে রয়েছে ফুলের
বাগান মৌমাছি মধু নেয় খুব ভৌর বেলা।
পাশে আছে সাগর কন্যা কুয়াকাটা , ইলিশ পার্ক, সোনাকাটা ইকো পার্ক তালতলী,
সুরঞ্জনা ইকো পার্ক বরগুনা ইত্যাদি দেখার জন্য দেশ বিদেশী পরর্যাটক এর খুব আনা গোনা।