মুজিব তুমি
মোঃ মেহেদী হাসান
মুজিব তুমি জেগে উঠো শত শত
তরুণ তরুণী হৃদয়ের মাঝে।
তুমি বাঙালি জাতির মনেপ্রাণে
করে নিয়েছ বশত ভিটা।
তোমার ৭ ই মার্চ বজ্রকন্ঠ স্বাধীনতা ভাষণ,
এর ধনী আজও বাতাসে বাতাসে ভেসে বেড়ায়।
জেগে উঠুক তোমার সোনার বাংলায়
গরার সপ্ন শত শত তরুণ তরুণী হৃদয়ের মাঝে।
তুমি মুজিব এর চেতনা যেন ভেসে উঠে,
কবি লেখক এর কলম চালানোর মাঝে।
তোমার চেতনা এর কথা শুনে যেন রাজাকার
এর মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়।