ডাক দিয়েছে মুজিব
মোঃ মেহেদী হাসান
রেচকোর্স ময়দান থেকে ডাক দিয়েছে শেখ মজিবুর, রহমান মাগো তিনি যুদ্ধে যাবার জন্য ডাকছে।
মা তোমার অনুমতি পেলে আমি যুদ্ধে যাবো আমি এই,
দেশ স্বাধীন করার জন্য নিজের জীবন বিলিয়ে দিব।
আমি আর সইতে পারছি না মা ওই পাকিস্তানি লোক জন আমার কতো,
বোনের ইজ্জৎ নিয়েছে কতো নিরিহ মা-বাবাকে হত্যা করেছে।
মাগো ওড়া আমাদের দিন দিন অত্যাচার জুলুম, নির্জতন করছে কেড়ে নিচ্ছে আমাদের সব অর্ধিকার।
জলদি মাগো তুমি আমাকে যুদ্ধে জাওয়ার অনুমতি, দাও আমার আর যরে বসে থাকতে ইচ্ছে করে না।