মাতৃভাষা

মোঃ মেহেদী হাসান

মাতৃভাষা রক্ষা করার  জন্য রক্ত,
দিয়েছে বাংলাদেশ এর তরুণ তরুণী ।
মাতৃভাষা  রক্ষা করতে অনেক মানুষ,
  নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে  ।
তাই মোরা নতুন প্রজন্ম বাংলাভাষাকে করি সন্মান ,
সাজ সকালে উঠে বাংলাভাষা গাই গান।
নজরুল গীতি রবিন্দ্রনাথ ঠাকুর ও হাসোন রাজার, লেখা গান গাই এবং ভিনদেশী গান কে করি বরবাদ।
ছোট বেলা থেকে মায়ের মুখে শুনেছি  ছাড়া কবিতা ও, কতো গল্প সবি বাংলাভাষা জুড়িয়ে যায় আমার প্রান।
মাতৃভাষা রক্ষা করতে গিয়ে যারা দিয়েছিলো জীবন তাদের সরণ  করে,
ফেব্রুআরি  মাসের ২১ তারিখ সকাল বেলা ফুল দেই শহিদ মিনারে এবং শহিদের সরনে করি দোয়া ও মোনাজাত।