মোগো বাড়ি বরিশাল
মোঃমেহেদী হাসান
মোগো বাড়ি বরিশাল বাড়ির,
পাশে কতো নদী কতো খাল।
প্রর্তিদিন কতো মানুষ জাল,
দিয়ে নদীতে ধরে মাছ।
নদী দিয়ে চলে কতো লঞ্চ ও,
ইস্টিমার মানুষ কতো ভ্রমণে জায় নৌকায়।
প্রকৃতির সুন্দর্য যেন চারিদিকে বয়ে জায়,
নদীর চার পাশে রয়েছে কতো কাশফুল।
বরিশালের প্রান কেন্দ্র রয়েছে,
সাগর কন্যা কুয়াকাটা।
তাই দেখার জন্য আসেন,
দেশ বিদেশী পর্যাটক।
মোগো বরিশালের সাগর কন্যা,
কুয়াকাটার পশ্চিম দিক দিয়ে সূর্য মামা অস্তজায়।
সেই দৃশ্য দেখার জন্য নানা লোকের আনাগোনা,
সাগর কন্যা কুয়াকাটা পাশে রয়েছে ইলিশ পার্ক,
ছোট খোকা বাবুরা পার্কের মধ্যে ঘুড়ে বেড়ায়।
মোগো বরিশালের মানুষ কতো অনন্ধে থাকে সব সময়,
পাশের বাসার বুজান চাচি ভাবি গল্প করে আর পানচাবায়।
বরিশালের মানুষ গুলো আত্মীয়,
সজনের জন্য মাইরা জায়।
আত্মীয় সজন বাড়িতে আইলে আতালের সেরা,
মুরগিটা জবাই দেয় এবং পুকুর দিয়ে বড় মাছ ধরে।
রাত্রিবেলা আত্মীয় সজন ঘুমাইতে গেলে গায়দেয় ফুলের,
নকশী করা পতলা কাঁথা এবং হাতে দেয় ঘুরাইতে হাতপাখা।