মা
মোঃ মেহেদী হাসান

শুক রানু এবং ডিম্বাণু যখন
মায়ের গর্ভে গিয়ে রক্ত পিন্ড সৃষ্টি হয়,
তখন মা কত সচেতন হয়ে চলা ফেরা করতে শুরু করে।
যখনি মায়ের গর্ভে রক্ত পিন্ড থেকে মাংস সৃষ্টি হয়ে
একটি মানুষ আকার ধারণ করতে শুরু করে,
তখনকার সময় মায়ের গর্ভে কত ব্যথা সৃষ্টি হয়।
যখনকার সময় মায়ের গর্ভে একটি শিশুর বয়স দশ মাস দশ দিন হয়,
তখন প্রশাব ব্যাথা সৃষ্টি হয়।
তখনকার সময় সেই কষ্ট মা মুখ বুঝে সহ্য করে যায়।
যখন একটি শিশু জন্ম গ্রহণ করে মায়ের কোলের কছে থাকে,
তখনকার সময় মায়ের গর্ভে থাকা কালিন
সময়ের সকল কষ্ট মা যায় ভূলে।