আল কুরআন শিক্ষতে চলো
মোঃ মেহেদী হাসান
সূর্য মামা জেগে উঠেছে ওঠ বাছাধন ওঠ,
মসজিদের ওই খতিব সাহেব করছে ডাকা ডাকি।
পবিত্র আল কুরআন পাঠ করতে ছুটছে মসজিদে, তোমার সহপাঠী ও বাছাধন তুমি কি যাবে না।
পবিত্র আল কুরআন শিক্ষা করলে তুমি হবে,
আল্লাহর নিকট প্রিয় বান্দা তুমি অর্জন করবে আল্লাহর দিধার।
যদি তুমি সঠিক নিয়মে পবিত্র আল কুরআন শিক্ষা গ্রহণ করে,
মুখস্থ করতে পারো তাহলে পরকালে পাবে তুমি জান্নাত।
ও বাছাধন আরও পারবে তুমি তোমার নিকট তমো প্রিয়, দশজন ব্যাক্তি কে শুপারিশ করে জান্নাতে পাঠাতে।
এছাড়া দুনিয়াতে তুমি পাবে মানুষের নিকট অধিক সন্মান ও শু মহান মর্যাদা,
তুমি মানুষকে বলতে পারবে ইসলামের পথে চলার সঠিক নিয়ম কানুন।