পড়ির রাজ্যর রাজা


মোঃ মেহেদী হাসান

এক দিন আমি পথিক,
হয়ে পথে পথে হাঁটছিলাম।
চার দিক ছিল খুবি নিরব
ও এস্তব্দ হয়ে ছিল।  
আমি ভয়ে ভয়ে হাঁটছিলাম,
হঠাৎ দুরে আমি কি জানি দেখছি।
আমি আরও ভয় পেয়ে গেলাম,
কি ওই দুরের বস্তুুটি কোন নরা চড়া করছে না।
আমি সামনের দিকে এগুতে,
লাগলাম গিয়ে দেখি একটি সুন্দরী পড়ি।
আমাকে দেখে মিস্টি করে হাসি,
দিয়ে বলেন তুমি কি আমার বন্ধু হবে।
আমি অভাক হয়ে তার দিকে,
তাকিয়ে রইলাম এবং বললাম হ্যাঁ।
তাঁর পড় তিনি খুবি খুশি হয়ে বলেন চলো,
আমরা দুই জনে অনেক দুরে ঘুরতে যাই ।
পড়িটি আমাকে ঢানায় করে দুর,
অজানা জাগায় রওনা দিলেন।
হঠাৎ একটি অচেনা জায়গায়,
আমায় নিয়ে নামলেন।
জায়গার টির চার দিক ঝলমল,
করছিল তাই দেখে আমি খুব অন্দিত হই।
পড়ি বলেন এটা আমাদের রাজ মহান এখানে,
এসে আমারা অনেক আনন্দ উল্লাস করি।
অনেক খুন পড় দেখি অনেক,
পড়ি মলে মিশে গানের আসর বসালেন।
আমি ও তাদের সাথে শেই,
গানের শুর মিলিয়ে গাইতে থাকি।
তাই দেখে সকল পড়ি আমার,
প্রতি খুবি খুশি হলেন।
তাঁরা সবাই মিলে আমাকে,
অনেক খাদ্য দিয়ে বলেন।
তোমার নিজ দেশে জাওয়ার,
কোন প্রয়জন নেই।
তুমি আজ থেকে আমাদের এই,
পড়ির রাজ্যর রাজা হয়ে থাকবে।