কাজী নজরুল ইসলাম
মোঃ মেহেদী হাসান
আমার গুরু মশাই কাজী নজরুল ইসলাম আমাকে ডেকে বলেন,
হে আমার শিষ্য তুমি তোমার হাতে কলম এবং কাগজ তুলে নাও।
তুমি আমার মতো অন্যায় অত্যাচার জুলুম এর প্রতিবাদ,
কলম এবং কাগজ নিয়ে কবিতার মাধ্যমে করো।
এতে যদি এই সোনার বাংলাদেশে তোমাকে আমার মতো প্রতিবাদী কবিতা লেখার জন্য কষ্ট দেয়,
তাতে তুমি ভয় পাবে না হে আমার শিষ্য।
কারো গায় হাত তুলে কাউকে গালি দিয়ে তোমার,
অন্যায় অত্যাচার জুলুম এর প্রতিবাদ করতে হবে না।
তুমি কবিতার মাধ্যমে অন্যায়, অত্যাচার, জুলুম এর প্রতিবাদ করো।
দেখবে সেই প্রতিবাদ চিরদিন অমর হয়ে থাকবে।
কেউ আর সেই অন্যায় কাজটি করার সুযোগ পাবে না কারণ যখনি কবিতাটি তিনি পড়বে
তখন তার বিবেক নাড়া দিলে সেই কাজ তিনি ছেড়ে দিবেন।