জুমার সালাত আদায়
মোঃ মেহেদী হাসান
শুক্রবার যখন মুয়াজ্জিন সাহেব যখন দেয় আযান, সেই আজানের ধ্বনি শুনে ছুটে যেতে চাই মসজিদে।
কিন্তুু অসুস্থ ময় শরীর নিয়ে কেমন জাব মসজিদে আমি এক মুনস্য রুগী মনে,
আমাড় বড় আসা মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে করবো নামাজ আদায়।
কী আমার নির্মম পরিহাস আমি এক মুনস্য রুগী হে প্রভু আপনি আমাকে,
দ্রুত সুস্থ করে দিন আমি যেন জুমার সালাত মসজিদে গিয়ে পরতে পাড়ি।
অসুস্থ হওয়ার আগে কতো যেতাম মসজিদে গিয়ে আদায় করতাম জুমার,
নামাজ এবং মসজিদে করতাম সাবাই মিলেমিশে রাসূলের শানে মিলাদ ও কেয়াম ।
হে আমাড় প্রভু মসজিদে যখন শুনি জুমার দিন করছে নামাজ আদায় এবং রাসূলের,
শানে পড়ছে মিলাদ ও কেয়াম তখন আমার মনটা ইস্তির থাকে ছুটে যেতে মনে চায় মসজিদে।