যুদ্ধের সংবাদ
মোঃ মেহেদী হাসান
ওগো প্রিয়তমা আমি তোমাকে বিবাহ করেছি,
আজ আমাদের বাসোর রাত।
এই রাত প্রতেকটি বিবাহিত নারী ও পুরুষ,
এর জন্য গুরুত্বপূর্ণ রাত ফুল সজ্জার রাত।
ওগো আমার প্রিয়তমা আমি সিদ্ধান্ত নিয়েছি যে,
রেসকোর্স ময়দান থেকে বঙ্গবন্ধু ডাক দিয়েছে।
দেশ স্বাধীন করার জন্য এই যুদ্ধে যদি আমি না যাই
হে আমার প্রিয়তমা,
আমি লজ্জা মুখ দেখাতে পারবোনা দেশ মাতার কাছে।
আমি যে, এই সমাজের মানুষের কাছে হবো হেও পূর্ণ,
এবং লাঞ্ছিত বঞ্চিত কেউ করবে না স্নেহ ও সন্মান।
আমি তোমার নিকট থেকে অনুমতি পেলে
চলে যাবো যুদ্ধাদের ময়দানে,
তোমার কাছে আমার অনুমতি চাওয়া দরকার।
কারন তুমি আমার বিবাহ করা স্ত্রী,
তোমাকে আমি স্বামী হিসাবে কোন অধিকার দিতে পারনি।
এর পর আমি যদি তোমার অনুমতি ছাড়া যুদ্ধে চলে যাই,
তাহলে আমি হবো একজন বড় ধরনের পাপি।
ওগো আমার প্রিয়তমা আমি যুদ্ধে গিয়ে মারা গেলে
এই খবর তোমার কাছে আসলে,
তুমি চার মাস দশদিন ইদাঁত পালান করে অন্যর সাথে বিবাহ বসিয়ো।
আর যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যুর সংবাদ পাবে না,
ততোদিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করিও।