কর্ম করে বাঁচতে চাই
মোঃমেহেদী হাসান
আমার দুটি পা নেই তবুও আমি এই,
সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই।
তাই আমি আমার দুটি পা না থাকা সত্য,
আমি কর্ম করে টাকা পয়সা উপার্জন করতে চাই।
আমি চাই না ভিক্ষা করতে আমি চাইনা অন্য লোকের সাহায্য নিয়ে বাঁচতে,
আমি কর্ম করে বাঁচতে চাই।
আমি আমার চলাফেরা করার গড়িতে কিছু খাদ্য দ্রব্য নিয়ে আমি রাস্তা রাস্তা,
দুই হাত দিয়ে গাড়ির চাকা ঘুরাই এবং চলাফেরা করে খাদ্য দ্রব্য বিক্রয় করি।
এতে আমার যে আয় ইনকাম হয় তাই দিয়ে আমার সংসার চলে,
তাই আমি কেন ভিক্ষা করবো?
আমি তো ভিক্ষা না করে পাড়ি এবং অন্য লোকের সাহায্য না নিয়েই পাড়ি।
তাই ভিক্ষা মতো নিম্নমানের কাজ আমি কেন করবো!