আমি যুদ্ধে যাবো
মোঃ মেহেদী হাসান
মাগো আমি যুদ্ধে যাবো চতুর দিকে গুলির আওয়াজ,
আসছে আমার মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে।
ওরা আমাকে বন্দি করে আমার বাবাকে হত্যা করেছে ওরা,
আমার বোনের ইজ্জত নষ্ট করেছে তোমার উপারে করেছে নির্যাতন।
মাগো আমি যুদ্ধে যাবো এবং ওই পাকিস্তানি শত্রুদের সাথে লড়বো,
এবং আমি বাবা ও বোনের ইজ্জত হারানোর প্রতিশোধ নিব।
মাগো আমি শুনতে পাচ্ছি চতুর দিকে অনেক শিশুর আত্মচিৎকার,
বাঁচাও বাঁচাও বলছে মা আমি যুদ্ধে যাবো আমার সোনার বাংলাদেশকে,
পাকিস্তানির হাত থেকে সিনিয়ে এনে আবার নতুন করে সাজাবো।