আমি বাংলাকে খুঁজি
মোঃ মেহেদী হাসান
আমি বাংলাকে খুঁজি,
সকাল বেলার পাখির ডাকে।
আমি বাংলাকে খুঁজি,
নদীর কলোরবে।
আমি বাংলাকে খুঁজি,
তরুণ তরুণীর মাঝে।
আমি বাংলাকে খুঁজি,
সবুজ শ্যামল ঘাসে।
আমি বাংলাকে খুঁজি,
রাখালিয়া বাঁশির শুরে।
আমি বাংলাকে খুঁজি,
কৃষক কৃষাণির মাঝে।
আমি বাংলাকে খুঁজি,
মধ্যে রাতে পূনিমার চাঁদের আলোতে।
আমি বাংলাকে খুঁজি,
সকাল বেলা ফুটানো ফুলের মাঝে।
আমি বাংলাকে খুঁজি,
জেলে মাঝি কন্ঠে গানের তালে তালে।
আমি বাংলাকে খুঁজি,
গোধূলি বেলা সূর্যর আলোর রশ্মিতে।